ময়মনসিংহে সাংবাদিক স্বপন কুমার ভদ্র (৭০) হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছেন গ্রেপ্তার তরুণ সাগর মিয়া। শনিবার রাত আটটার দিকে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন তাঁর জবানবন্দী গ্রহণ করেন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মো. শফিকুল ইসলাম খান প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, স্থানীয়ভাবে পূর্ববিরোধের জের ধরে সাগর মিয়া একাই সাংবাদিক স্বপন ভদ্রকে হত্যা করেন বলে আদালতে দেওয়া স্বীকারোক্তিতে উল্লেখ করেছেন। শনিবার সন্ধ্যার পর আদালতে জবানবন্দি দেওয়ার পর তাঁকে কারাগারে পাঠানো হয়।